Bhabsamprosaron (ভাবসম্প্রসারণ) যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা / যুদ্ধ মানে আমার প্রতি, তোমার অবহেলা। স্বার্থ যত পূর্ণ হয়, লোভ ক্ষুধানল তত তার বেড়ে ওঠে। চেরাপুঞ্জি থেকে , একখানা মেঘ ধার দিতে পারো গোবি সাহারার বুকে ? শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে/ ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো । অন্যায় যে করে আর অন্যায় যে সহে / তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। কে লইবে মোর কার্য ? কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, “স্বামী ,আমার যেটুকু সাধ্য করিব তা আমি”। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে ‘এসো মোর দাদা।’ সমস্ত ভাবসম্প্রসারণ Essay (রচনা ) বিজ্ঞান গবেষণা ও বাঙালি বিজ্ঞানী মহাশ্বেতা দেবী (Mahasweta Devi) স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা (A memorable event in school life) একটি নদীর আত্মকাহিনী – বাংলা রচনা বিশ্ব শিশু দিবস (SSC HSC) : রচনা বিজ্ঞান অভিশাপ, না আশীর্বাদ/ বিজ্ঞানের সদ্ ব্যবহার ও অপব্যবহার দৈনন্দিন জীবনে বিজ্ঞান |Doinondin Jibone Biggan বাংলার উৎসব (Festival of Bengal) সমস্ত রচনা Rabindrasangeet (রবীন্দ্রসঙ্গীত) তুমি রবে নীরবে লিরিক্স (Tumi Robe Nirobe lyrics in Bengali) – Rabi Thakur আমার বোঝা এতই করি ভারী Aguner Poroshmoni Lyrics (আগুনের পরশমণি) শাঙনগগনে ঘাের ঘনঘটা | Shanganagagane Ghor Ghanaghata সমস্ত রবীন্দ্রসঙ্গীত
যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে/ ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো ।
কে লইবে মোর কার্য ? কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, “স্বামী ,আমার যেটুকু সাধ্য করিব তা আমি”।
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে ‘এসো মোর দাদা।’