Bhabsamprosaron (ভাবসম্প্রসারণ) চেরাপুঞ্জি থেকে , একখানা মেঘ ধার দিতে পারো গোবি সাহারার বুকে ? শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে/ ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো । অন্যায় যে করে আর অন্যায় যে সহে / তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। কে লইবে মোর কার্য ? কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, “স্বামী ,আমার যেটুকু সাধ্য করিব তা আমি”। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে ‘এসো মোর দাদা।’ সমস্ত ভাবসম্প্রসারণ Essay (রচনা ) দৈনন্দিন জীবনে বিজ্ঞান |Doinondin Jibone Biggan বাংলার উৎসব (Festival of Bengal) প্রাত্যহিক জীবনে বিদ্যুৎ (Electricity in daily life) মানব জীবনে শখ বা ‘হবি’ এ.পি.জে. আবদুল কালাম (A. P. J. Abdul Kalam) কন্যাশ্রী প্রকল্প একটি নদীর আত্মকথা (Autobiography of a River) সমাজ কল্যাণে ছাত্র সমাজ সমস্ত রচনা Rabindrasangeet (রবীন্দ্রসঙ্গীত) Aguner Poroshmoni Lyrics (আগুনের পরশমণি) শাঙনগগনে ঘাের ঘনঘটা | Shanganagagane Ghor Ghanaghata Aji Nirbhoynidrito (আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে) Aji Borsha Rater Shese (আজি বর্ষারাতের শেষে) সমস্ত রবীন্দ্রসঙ্গীত
যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে/ ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো ।
কে লইবে মোর কার্য ? কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, “স্বামী ,আমার যেটুকু সাধ্য করিব তা আমি”।
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে ‘এসো মোর দাদা।’